মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে ৯০ বোতল ফেনসিডিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:২৫ এএম, ২৮ অক্টোবর ২০১৯

মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে অভিনব কায়দায় ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল নিয়ে পাচারকালে আমিনুর রহমান (২৪) নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক আমিনুর রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল পোর্ট থানার পুটখালী বটতলা পোস্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোটরসাইকেলসহ আমিনুর রহমানকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় আলাদা কাভার তৈরি করে তার মধ্যে রাখা ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আমিনুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।