দে‌ৗলত‌দিয়ায় নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:০০ এএম, ৩১ অক্টোবর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিব‌ি) পুলিশ। তারা হলেন- মো. সো‌হেল সরদার (৩২) ও মোছা. সালমা বেগম (৪০)।

এদের মধ্যে সোহেলের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও সালমার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার রাত পৌ‌নে ১১টার দি‌কে রাজবাড়ী ডিব‌ি পু‌লি‌শের ও‌সি ওমর শরীফ এ তথ্য জানান।r

তিনি বলেন, বিকেলে দৌলতদিয়ার সোহরাব মন্ডল পাড়ার আক্কাস আলী হাই স্কু‌ল সং‌লগ্ন ব্রিজের ওপর এক মাদক ব্যবসায়ী ইয়াবা বি‌ক্রির জন্য অবস্থান কর‌ছিল। খবর পেয়ে ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল সেখানে পৌঁছা‌লে মাদক ব্যবসায়ী সো‌হেল সরদার দৌ‌ড়ে পালা‌নোর চেষ্টা ক‌রেন।

একপর্যায়ে সো‌হে‌ল‌কে গ্রেফতার ক‌রা হয় এবং তার কা‌ছে নীলর‌ঙের চারটি জিপার থে‌কে ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়। একই সময় এক কেজি গাঁজাসহ সালামা বেগম না‌মের এক নারী মাদক ব্যবসায়ী‌কেও গ্রেফতার ক‌রে‌ন তারা।

রু‌বেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।