বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:৩৬ এএম, ০৩ নভেম্বর ২০১৯

যশোরের বেনাপোল থেকে ৫০ পিস ইয়াবাসহ মিন্নু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মিন্নু বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের খোরশেদ আলীর ছেলে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে।

যশোর ৪৯ বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এনে ঘিবা মাঠের মধ্যে মেহগনি বাগানে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।