যাত্রীর জুতার ভেতর মিলল ২০ হাজার ডলার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৪ নভেম্বর ২০১৯

যশোরে বিশ হাজার মার্কিন ডলার ও দুই হাজার ২৪০ ভারতীয় রুপিসহ নারায়ণ ঢালি (৩৬) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্টে সাউথ লাইনের একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটক নারায়ণ ঢালি মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান উপজেলার বড়ই হাজী গ্রামের বিজয় ঢালির ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালি চেকপোস্টে কর্মরত নায়েক মো. এমদাদুল হক নেতৃত্বে বেনাপোল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-০৯৯২) তল্লাশি করে নারায়ণ ঢালিকে আটক করা হয়।

পরে তার পায়ের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিশ হাজার মার্কিন ডলার ও দুই হাজার ২৪০ ভারতীয় রুপি পাওয়া গেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।