বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:০৬ এএম, ১১ নভেম্বর ২০১৯

যশোরের বেনাপোলে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাতে বেনাপোলের পোর্ট থানা পুলিশ বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হাফিজুর রহমান পোর্ট থানার বালুন্ডা গ্রামের হযরত আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান গোপনে নিজ বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে রোববার রাত সাড়ে আটটার দিকে এএসআই শাহীন ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হাফিজুরকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।