নারী টি-২০

বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬

সকালে থাইল্যান্ডকে হারিয়ে নিজেদের কাজ সেরেই রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অপেক্ষা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের। দুপুর গড়াতেই ডাচ নারীরা যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়ে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বুধবার দুপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ডিএলএস পদ্ধতিতে ডাচদের জয়ী ঘোষণা করা হয়।

সুপার সিক্স থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস বিশ্বকাপের টিকেট পেয়েছে। দুই দলেরই পয়েন্ট সমান ৬ করে। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে।

বিশ্বকাপ নিশ্চিত হলেও সুপার সিক্সে এখনও দুই ম্যাচ বাকি আছে বাংলাদেশের। শুক্রবার স্কটল্যান্ড ও রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

এসকেডি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।