১৩০ টাকায় পেঁয়াজ কিনে ২৩০ টাকা বিক্রি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৯

যশোরের শার্শা উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার পেঁয়াজ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে (১৫ নভেম্বর) এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী জানান, কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট পেঁয়াজের মূল্য অস্বাভাবিক করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। ব্যবসায়ীদের কেউ ১৩০ টাকা পাইকারী ক্রয় করে খুচরা ২০০-২৩০ টাকা দরে বিক্রি করছে। আবার কেউ ১৫০-১৬০ টাকা ক্রয় করে খুচরা ২০০-২৩০ টাকা বিক্রি করছে। এসব অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি মানুষ।

তিনি জানান, ক্রয়কৃত পণ্যের মূল্য তালিকা দেখাতে ব্যর্থ এবং পণ্যের মূল্য প্রদর্শন না করে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় নাভারণ বাজারের সাজু ভান্ডার ও মিথিলা ভান্ডার এবং বেনাপোল বাজারের শামছুজ্জামান ও মুজিবর ভান্ডার নামে চার পাইকারী আড়তদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। শার্শা উপজেলার বিভিন্ন বাজারের নিত্যপণ্যের ওপর ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

জামাল হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।