কক্সবাজারে ছয় হাজার ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:২২ এএম, ১৬ নভেম্বর ২০১৯

কক্সবাজার শহরের লালদীঘির পাড় থেকে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফের লেদা এলাকার জাকের আহমদের ছেলে মো. ইরফান (২৫) ও কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোনাপাড়ার হেমন্ত দাসের ছেলে কাজল দাস (৫২)।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার জন্য লালদিঘী এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৯৫০ পিস হাজার ইয়াবাসহ দুজনকে আটক করে র‍্যাব।

তিনি বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

সায়ীদ আলমগীর/এএম/জেডএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।