কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৮ নভেম্বর ২০১৯

কক্সবাজারে ডাম্পার (মিনি ট্রাক) চাপায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব মুক্তারকুল এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার বাগ্গুলার দোকান এলাকার আবুল বশর (৮৫) ও খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফাহাদ (১৬)।

road1

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা ওই সড়কের পাশে অপেক্ষারত ছিলেন। এ সময় হঠাৎ বেপরোয়া গতির একটি ডাম্পার তাদেরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটাস্থলে আবুল বশর (৮৫) নিহত হন। ঘটনার ৩০ মিনিট পর ক্রেন দিয়ে ডাম্পারটি উদ্ধার করা হয়। এ সময় ডাম্পারের নিচে আটকে পড়া স্কুলছাত্র ফাহাদকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে গাড়ি সরিয়ে নিহতদের উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ডাম্পার মালিক ও চালককে খোঁজা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।