বগুড়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৯

বগুড়ার শাজাহানপুরে আগুনে পুড়ে তাবাসসুম আকতার তমা নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু তমা উপজেলার চোপীনগর সরদারপাড়ার রাজমিস্ত্রি তোতা মিয়ার মেয়ে।

নিহত শিশুর চাচা সাইদুর জানান, শনিবার সকালের দিকে তমা তার সমবয়সী এক শিশুর সঙ্গে পাশের বাড়িতে চুলার আগুনে পেঁয়াজের ফুলকা (কলি) পুড়িয়ে খেতে যায়। এ সময় হঠাৎ তমার গায়ের জামায় অগুন ধরে দাউদাউ করে জ্বলে ওঠে। এ অবস্থায় তমা বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে দৌড়ে বাহিরে এলে চিৎকার শুনে তমার মা দৌড়ে গিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। এ সময় মেয়ের গায়ে লাগা আগুনে তার হাত পুড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে তমা।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লিমন বাসার/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।