পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের সন্ধান মিলছে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তরমোর এলাকার পদ্মা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মত উদ্ধার কাজ শুরু করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

জানা গেছে, গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পাবনা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রলার অন্তারমোর এলাকায় স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ছয় ব্যাক্তি সাঁতরে তীরে উঠে আসলেও অপর চারজন নিখোঁজ হন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও কাউকে উদ্ধার করতে না পেরে প্রথম দিনের উদ্ধার কাজ শেষ করেন। শনিবার ফের উদ্ধার কাজ শুরু করেছেন তারা। তবে এখন পযর্ন্ত কারও সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন- সিরাজগঞ্জের শাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০), আলতাফ প্রামাণিকের ছেলে ফারুক প্রামাণিক (৪০), আবু শেখের ছেলে আব্দুল শেখ (৩৫) ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩)।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ট্রলারডুবির পর গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চারজনের কারও সন্ধান পাননি তারা। পরে শনিবার বেলা ১১টা থেকে দ্বিতীয়দিনের মতো উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উদ্ধার উদ্ধার অভিযানে ছয় সদস্যের একটি ডুবুরি দল কাজ করছে।

রুবেলুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।