পদ্মায় ট্রলার ডুবিতে দু’জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০) ও আবু শেখের ছেলে আব্দুল শেখ (৩৫)। তবে, এখনও সন্ধান মেলেনি বাকি দুইজনের।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গত শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে পাবনা থেকে পাথর বোঝাই করে একটি ট্রলার রাজবাড়ীর উদ্দেশে আসছিল। ট্রলারটি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি পৌঁছালে হঠাৎ করে মট মট শব্দে মাঝ বরাবর দুইভাগ হয়ে পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ৪ জন নিখোঁজ হন। পরে ওইদিন ও শনিবার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আজ (২২ ডিসেম্বর) তৃতীয় দিন দুপুরে তাদের মধ্যে দুইজনের মরদেহ ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে উদ্ধার করা হয়। এখনও দু’জন নিখোঁজ রয়েছে। তারা হলেন- একই জেলার আলতাফ প্রামাণিকের ছেলে ফারুক প্রামাণিক (৪০) ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩)। তাদের উদ্ধারে অভিযান চলছে।
রুবেলুর রহমান/এমএমজেড/এমএস