ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল, দপ্তর সম্পাদক সজল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের প্রত্যাশার সম্পাদক মো. ইমতিয়াজ হাসান রুবেল। সোমবার সন্ধ্যা ৭টায় এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মিজানুর রহমান।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের প্রত্যাশার বার্তা সম্পাদক ও জাগোনিউজ২৪.কম'র ফরিদপুর প্রতিনিধি বি কে সিকদার সজল, তথ্য-প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে আজকের সারাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মুইজ্জুর রহমান রবি এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ফতেহাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মিজানুর রহমান জানান, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ করা হবে। ৬টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও জানান, ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় ওই পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

বি কে সিকদার সজল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।