স্ত্রীকে গলাকেটে হত্যা করলো পাষণ্ড স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে শিল্পি বেগম (২২) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী রানা শেখ। এমন অভিযোগ পাওয়া গেছে। শিল্পি বেগম ওই গ্রামের শাহজাহান মোল্যার মেয়ে।

শনিবার দুপুরে ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত গভীর রাতে তার বাড়ির পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ঘাতক রানা শেখের সহযোগী তুহিন শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিল্পি বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৫ বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সঙ্গে শিল্পির বিয়ে হয়। তাদের তিন বছরের লামিয়া নামে এক মেয়ে শিশু রয়েছে। সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে বাবার বাড়িতেই থাকতো শিল্পি বেগম।

সালথা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আলী জিন্নাহ জানান, খবর পেয়ে শুক্রবার রাতে নিহতের বাড়ির পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, তার স্বামী রানা শেখ তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় রানার এক সহযোগী পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এ ঘটনায় রানা শেখকে প্রধান ও তার সহযোগী তুহিন শেখকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা শাহজাহান মোল্যা।

বি কে সিকদার সজল/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।