ট্রাকচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রির
রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় গোপাল খান (৩৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মুরগির ফার্ম নতুন বাজার কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজমিস্ত্রি গোপাল খান সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া নতুন পাড়ার মৃত আজহার খানের ছেলে।
নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন খান জানান, সকালে গোপাল খান রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন। মুরগির ফার্মের সামনে আসলে বালিয়াকান্দির দিকে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাইরান মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
রুবেলুর রহমান/আরএআর/এমকেএইচ