৫৮টি চোরাই মোবাইলসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৭ জানুয়ারি ২০২০

রাজবাড়ীর বাণিবহ বাজারের সাদ্দাম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম দোকান থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ মোবাইল ফোন, ব্যাটারি, ল্যাপটপ ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।

এ সময় পুলিশ চুরি যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৫৮টি মোবাইল ফোন, ৩৪টি ব্যাটারি, একটি এইচপি ল্যাপটপসহ দুই লাখ ২৫ হাজার টাকার মালামাল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার এবং সাগর শেখ (১৮) ও ওয়াজ শেখ (১৯) নামের দুই চোরকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে সদর থানা পুলিশ এ তথ্য জানান।

আটক সাগর শেখ চন্দনী ইউনিয়নের ঘোরপালান এলাকার নুরুল ইসলাম শেখের ছেলে ও একই এলাকার মোমিন শেখের ছেলে ওয়াজ শেখ ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বাণিবহ বাজারের সাদ্দাম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম দোকান থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার এবং দুই চোরকে আটক করেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশে ওসি স্বপন মজুমদার এর সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।