গাজীপুরে ৮ ইটভাটাকে ৫৯ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২০

গাজীপুর মহানগরীর কারখানা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ওইসব ইটভাটা মালিকদের ৫৯ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৩৯ লাখ টাকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপি এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্টার ব্রিকসের ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ওই ভাটার মালিক গিয়াস উদ্দিনকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর মহানগরীর কারখানা বাজার এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৮টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ইটভাটাগুলোর মধ্যে, একতা ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স রানা ব্রিকসকে ৬ লাখ টাকা, স্টার ব্রিকসকে ২০ লাখ টাকা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড, আরিসআর ব্রিকসকে ৬ লাখ টাকা, সাব ব্রিকসকে ৫ লাখ টাকা, ভাই ভাই ব্রিকসকে ৫ লাখ টাকা, চাঁদতারা ব্রিকসেক ৬ লাখ টাকা ও মদিনা ব্রিকস-২ কে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় স্টার ব্রিকস মালিককে ২০ লাখ টাকা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার এবং র‍্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।