সাত ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন।
গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ফেরিঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। স্বাভাবিকভাবে ফেরি চলাচল করলে পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।
রুবেলুর রহমান/এএম/জেআইএম