কিশোর গ্যাংয়ের হামলায় আইসিইউতে স্কুলছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

গাজীপুরে সহপাঠীর সঙ্গে আড্ডা ও চলাফেরা না করায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছে স্কুলছাত্র অনুপম কর নিপন (১৫)। সে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র।

নিপন গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকার নিখিল কর লিটনের ছেলে। নিপন ওই স্কুলের ফুটবল খেলোয়াড়।

আহতের বাবা ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে খাওয়া শেষে ফুটবল খেলায় অংশ নেয়ার জন্য নিপন বাসা থেকে শিমুলতলী এলাকার স্কুলে যাচ্ছিল। বাসা থেকে কয়েক গজ দূরে যাওয়ার পরপরই সাত-আট কিশোরের একটি দল রড, লাঠি ও চাপাতি নিয়ে তার গতিরোধ করে। রিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তার পরিবার জানায়, সেখানে তার অপারেশন সম্পন্ন হলেও অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

আহত নিপনের পিতা অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে আড্ডা ও চলাফেরা না করায় তারা এ মারধরের ঘটনা ঘটায়।

জিএমপি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিকিৎসকদের মতে আহত স্কুলছাত্রটির বর্তমানে ক্রিটিক্যাল অবস্থায় আছে।

আগের কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।