গাজীপুরে রোটারি ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১১ জানুয়ারি ২০২০

গাজীপুরে গরিব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে চার শতাধিক গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে (নাটমন্দির) আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মুজিবুর রহমান কাজলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুস সাত্তার, প্রেসিডেন্ট নমিনি শাহ মামুন সারওয়ার, ক্লাবের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, রোটারিয়ান প্রকৌশলী তহসিন উদ্দিন আহমদ, রোটারিয়ান প্রকৌশলী হাবিবুর রহমান, মনির হোসাইন, জাহাঙ্গীর আলম, রোটারিয়ান শরিফুল ইসলাম, রোটারিয়ান রবিউল ইসলাম, রোটারিয়ান ইদ্রিস আলী প্রমুখ।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।