গ্রীনলাইন কেড়ে নিল মা-মেয়েসহ পাঁচজনের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১২ জানুয়ারি ২০২০

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের নায়েব আলী শেখের স্ত্রী রাশিদা বেগম (৪০) তার মেয়ে তাসলিমা আক্তার (১৫), দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখেরপাড়া গ্রামের আরশাদ শেখের ছেলে মোস্তফা শেখ (৪২), ফরিদপুরের রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন রিফাত (১৬) ও অজ্ঞাত এক যুবক।

আহতরা হলেন গোয়ালন্দের আনিসের ছেলে অমিত হাসান, গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও সুমন শেখ।

আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ বলেন, খানখানাপুর ছোট সেতু এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী-পুরুষসহ পাঁচজন নিহত হন। নিহতরা মাহেন্দ্রর যাত্রী। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাস ও মাহেন্দ্র হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

রুবেলুর রহমান/এএম/এমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।