নূর হোসেনের চার মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা পৃথক চারটি মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

রোববার (০৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ চারজনের সাক্ষ্যগ্রহণ করেন। একই সঙ্গে চলতি বছরের ২২ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত।

সকালে চার মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য নূর হোসেনকে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. সালাহ উদ্দীন সুইট বলেন, আদালতে নূর হোসেনের অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলা বিচারাধীন। এর মধ্যে রোববার দুটি চাঁদাবাজি, একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলায় মোট চারজনের সাক্ষ্যগ্রহণ করেন বিচারক।

মো. শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।