শার্শায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০২ মার্চ ২০২০

যশোরের শার্শা উপজেলার সূবর্ণখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শার্শা উপজেলার সূবর্ণখালী দক্ষিণপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে তৌফিকুর রহমান তুষার (২২), একই এলাকার মাহাবুল মোল্লার ছেলে সোহাগ হোসাইন (২১) ও তৌহিদ ফকিরের ছেলে মাসুদ রানা (২৩)।

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সূবর্ণখালীর কুমারঘাটা ছোটকোনা বাওরের পূর্ব পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের ১৬৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।