গাজীপুরে কোয়ারেন্টাইনে ইতালি ফেরত ৪৪ প্রবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:০৬ এএম, ১৫ মার্চ ২০২০

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ইতালি ফেরত ৪৪ জনকে শনিবার রাতে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, এ হাসপাতালে ৭০ জনকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকল নিয়ম-কানুন মেনে ৪৪ জনকে ওই হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই ইতালি থেকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন। সেখান থেকে তাদেরকে ১৭ জন, ২১ জন ও ৬ জনের আলাদা দল করে তিনটি আলাদা গাড়িতে করে পূবাইলের ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে রেখে তাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। একইসঙ্গে করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেয়া হবে।

পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুইয়া জানান, রাত পৌনে ১২টার দিকে তারা মেঘডুবি হাসপাতালে পৌঁছেছেন। তাদের সকলেই বাংলাদেশি ইতালি প্রবাসী। রাতে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকীসহ স্থানীয় প্রশাসনের কয়েক কর্মকর্তা তাদের দায়িত্ব বুঝে নেন।

এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, মেঘডুবি ২০ শয্যার মা ও শিশু কেন্দ্র ছাড়াও পূবাইলে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলও প্রস্তুত রাখা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।