ভাইকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৯ মার্চ ২০২০
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশার কলিমহরে অভ্যন্তরীণ কোন্দলে চাচাত ভাই রবি বিশ্বাসের গুলিতে কাজল বিশ্বাস (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে কলিমহর ইউপির হাট বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজল বিশ্বাস উপজেলার কলিমোহর ইউনিয়নের হাট বনগ্রাম গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজল বিশ্বাস ও তার চাচাত ভাই রবির মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। কাজল বুধবার ভারত থেকে দেশে আসেন। রাতে তিনি হাট বনগ্রামে স্থানীয়দের সঙ্গে তাস খেলছিলেন। এ সময় কথা আছে বলে কাজলকে ডেকে নিয়ে যান রবি। পরে একটি বাগানে কাজলকে গুলি করে পালিয়ে যান।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সঠিক কারণ উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

রুবেলুর রহমান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।