বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থতার সনদ পেল ৩০ জন
বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই সুস্থ আছেন। কিন্তু নতুন করে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বাড়ছে। বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার পর আক্রান্তরা সুস্থ থাকায় কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তাদের সুস্থতার ছাড়পত্র দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর শুক্রবার ও শনিবার ৩০ জনের কোনো লক্ষণ না পাওয়ায় তাদের সুস্থতার সনদ দেয়া হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিভাগ ছাড়পত্র দেয়া প্রবাসীদের সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়েছে। শুক্র ও শনিবার ৩০ জনকে সুস্থতার সনদ দেয়ার পর ২৭৮ জন হোম কোয়ারেন্টাইনে ছিল।
বগুড়া জেলা সিভিল সার্জনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা পরিসংখ্যান কর্মকর্তা সাহারুল ইসলাম জানান, শনিবার হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা মোট ৪০৬ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, জেলার প্রতিটি মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। কেউ যেন গুজব না ছড়ায়। সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে।
বগুড়া সদর থানা পুলিশের ওসি এস এম বদিউজ্জামান জানান, বগুড়ার সকল থানা পুলিশ দায়িত্ব পালন করছে। সদর থানার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ডগুলোতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। বিদেশ ফেরত কেউ নিজ বাড়িতে আসামাত্রই আমরা সংবাদ পাচ্ছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়াও সাধারণ জনগণও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করছে।
এমএএস/এফআর