আগাম বেতন দিয়ে কর্মচারীদের ১৫ দিনের ছুটি দিলেন মালিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২২ মার্চ ২০২০
সংবাদ সম্মেলনে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মিজানুর রহমান পায়েল

সিলেটে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগাম সতর্কতার অংশ হিসেবে একটি থ্রি-স্টার আবাসিক হোটেলের ৭০ জন স্টাফকে বেতন দিয়ে ছুটি দেয়া হয়েছে।

নগরের বন্দরবাজার এলাকার হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের সব কর্মীকে ১৫ দিনের ছুটি দিয়ে হোটেলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মিজানুর রহমান পায়েল এ সিদ্ধান্তের কথা জানান।

মিজানুর রহমান পায়েল বলেন, করোনাভাইরাসের বিপর্যয় ঠেকাতে আমার প্রতিষ্ঠানের সবাইকে প্রাথমিকভাবে ১৫ দিনের বেতনসহ ছুটি দিয়েছি। সেই সঙ্গে তাদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া হয়েছে। দেশের অবস্থা বিবেচনা করে পরবর্তীতে হোটেল খোলার সিদ্ধান্ত নেয়া হবে।

সিলেটে এই প্রথম কোনো হোটেল এমন উদ্যোগ গ্রহণ করল। এর আগে আগাম বেতন না দিয়ে নগরের দরগাহ হজরত শাহজালাল (রহ.) মাজার সড়কে আত্মীয়-স্বজন রেস্তোরাঁ গত বৃহস্পতিবার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দেশের এই ক্রান্তিলগ্নে সবারই এমন উদ্যোগ নেয়া জরুরি উল্লেখ করে তিনি প্রবাসীসহ দেশের সবাইকে সতর্ক থাকার এবং বার বার হাত মুখ ধুয়ে পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছেন মিজানুর রহমান পায়েল।

ছামির মাহমুদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।