বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৫ মার্চ ২০২০

বগুড়ার শেরপুর উপজেলার ভোগা বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে।

বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি হুমায়ূন কবীর জানান, ঢাকা থেকে লবণবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে আর বগুড়া থেকে যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে লবণের বস্তার ওপর বসে থাকা শ্রমিকরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান। বাসযাত্রীসহ আহত হন আরও ২০ জন। লবণের বস্তা সরালে আরও মরদেহ পাওয়া যেতে পারে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।