সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টাইনে আরও ৮৫ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৯ মার্চ ২০২০

সিলেট বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৮৫ জন। আর কোয়ারেন্টাইনে থাকার ১৪ দিন মেয়াদপূর্ণ করার পর তাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় কোয়ারেন্টাইন থেকে ২৬৮ জন মুক্ত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে।

সিলেট বিভাগে ২৬৮ জন কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯০ জন, সুনামগঞ্জ জেলায় ৬৫ জন, মৌলভীবাজারের ৪৩ জন এবং হবিগঞ্জ জেলায় ৭০ জন আছেন।

ডা. আনিসুর রহমান আরও জানান, সিলেট বিভাগে এখন ১ হাজার ৭৫৩ জন হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। নতুনভাবে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৮৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং হবিগঞ্জ জেলায় ৩৭ জন।। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বেশীরভাগই বিদেশফেরত।

ছামির মাহমুদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।