নিখোঁজের ৪২ দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৬:১৯ এএম, ০৪ এপ্রিল ২০২০

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ৪২ দিন পর বাড়ির ২০০ গজ দূরে ডোবা থেকে দ্বীপক গমেজ (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুুল হক। দ্বীপক উপজেলার বক্তারপুর ইউনিয়নের বড় সাতানিপাড়া গ্রামের কর্নেলিউজ গমেজের ছেলে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

দ্বীপকের ছেলে সাগর কর্নেলিউজ গমেজ জানান, তার বাবা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ইতোপূর্বে একাধিকবার বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে ফিরে আসেন। গত ২১ ফেব্রুয়ারি দ্বীপক গমেজ সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ২৩ ফেব্রুয়ারি তিনি নিজে বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৮৯০) করেন।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে ওই ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যান এক ব্যক্তি। দুর্গন্ধ পেয়ে সেখানে খোঁজাখুঁজি করে তার বাবার মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুুল হক জানান, লাশের গায়ে পঁচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

আব্দুর রহমান আরমান/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।