টঙ্গীতে কারখানা থেকে বের করে দেয়ায় শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৫ এপ্রিল ২০২০

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওরিয়েন্ট এলিউর নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। রোববার (৫ এপ্রিল) সকালে নগরীর গাজীপুরা শালিকচূড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিককে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ডেকে নিয়ে বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি নিতে বলেন। পূর্বের কোনো নোটিশ ছাড়া অব্যাহতি না নিতে চাইলে কর্তৃপক্ষ ভয়ভীতি দেখিয়ে মারধর করে জোরপূর্বক বেশ কয়েকটি কাগজে স্বাক্ষর নেয়। পরে তারা শ্রমিকদের অফিসিয়াল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বাইরে বের করে দেয়। এ ব্যাপারে শ্রমিকরা টঙ্গী পূর্ব থানায় দুটি অভিযোগ করেন।

jagonews24

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই কারখানায় কোনো শ্রমিকের বেতন বকেয়া নেই। কোনো শ্রমিকের ওপর হাত তোলা হয়নি এবং জোরপূর্বক চাকরি থেকে চলে যেতেও বলা হয়নি। যারা চলে গেছেন তারা নিজে থেকে অব্যাহতিপত্রে স্বাক্ষর দিয়ে চলে গেছেন।

শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এস আলম জানান, সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তার এক পাশে অবস্থান করেন। তবে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে থেকে একজন প্রতিনিধি নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।