চাকরি দেয়ার নামে অনেকের কাছে টাকা নিয়েছেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৫ এপ্রিল ২০২০

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শাহ আলম (৪৫) নামে এক প্রতারককে টঙ্গী থেকে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, ভুয়া নিয়োগপত্র ও একাধিক ব্যক্তির সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শুভ মন্ডল জানান, আটক ব্যক্তি নিজেকে ডিজিএফআই এর কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মুলবাড়ি গ্রামের আব্দুল বারি তরফদারের ছেলে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আটক শাহ আলম নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জেলা থেকে সেনাবাহিনীতে বিভিন্ন পদে লোক নিয়োগের কথা বলে টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।