কাপাসিয়ায় শ্বাসকষ্টে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ
গাজীপুরের কাপাসিয়ায় শ্বাসকষ্টে নিলুফা ইয়াসমিন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দুই সন্তানের জননী নিলুফা ইয়াছমিন উপজেলার তরগাঁও গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিলুফা ইয়াসমিন প্রায় তিন বছর যাবত শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। গত তিন দিন ধরে তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে হাসপাতালে না নিয়ে তাকে স্থানীয় দোকান থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়। সোমবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে সকালে তার মৃত্যু হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সালাম সরকার জানান, ওই নারীর জ্বর ও সর্দি-কাশি ছিল না। তারপরও অধিক সতর্কতার জন্য ওই নারী ও তার স্বামীসহ পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ওই বাড়ি পুলিশ পাহারায় রাখা হয়েছে। যেন কেউ সেখানে ঢুকতে বা বাহির হতে না পারেন।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম