কালীগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু, নমুনা সংগ্রহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৭ এপ্রিল ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আব্দুল কাইয়ুম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জিসেলি ঘোষ মুনমুন জানান, সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শ্বাসকষ্ট ও হাঁপানি নিয়ে ওই রোগী জরুরি বিভাগে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ভর্তির সময় ওই তিনি শুধু তার বাবা নাম মৃত আব্দুর রশিদ বলতে পেরেছেন, কিন্তু ঠিকানা বলতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ওই ব্যক্তির শ্বাসকষ্ট ও হাঁপানি থাকলেও জ্বর ছিল না। তবে তার করোনাভাইরাস পরীক্ষার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি জয়েদেপুর শুধু এটুকু জানা গেছে। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে যে মোবাইল নম্বরটি লেখা হয়েছে তাও বন্ধ পাওয়া যাচ্ছে।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।