টঙ্গীতে জ্বর-সর্দিতে কিশোরের মৃত্যু, বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৮ এপ্রিল ২০২০
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে মো. সাকিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনা জানাজানি হলে বুধবার (৮ এপ্রিল) ওই কিশোরের বাড়ি লকডাউন করা হয়েছে।

সাকিব আউচপাড়া এলাকার ফারজানা বেগমের বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতো। সাকিবের বাবার নাম বিল্লাল হোসেন।

এলাকাবাসী জানায়, কয়েক সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল সাকিব। সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার করোনার উপসর্গ থাকায় বাড়তি সতর্কতা হিসেবে বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করা হয়েছে। আপাতত ওই এলাকায় চলাচল সীমিত করা কয়েছে। তবে স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা নিজ উদ্যোগে বাড়িটি লকডাউন করেছেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি অবগত করেছে। আইইডিসিআরের প্রতিনিধি দল নমুনা সংগ্রহের পর করোনার উপস্থিতি নিশ্চিত হওয়া যাবে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।