নবাবগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৬

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২০ এপ্রিল ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে।

সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, রোববার রাতে পরীক্ষার ফলাফল পেয়ে তারা ওই ব্যক্তির শরীরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হন।

উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে ফিরেছিলেন।

ডা. অনুপ জানান, নিজ গ্রামে ফেরার পর ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে সংবাদ পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। রাতে ফলাফলে পাই। তাকে আপাতত তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের স্বজনদেরসহ আশপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এ ছাড়া আক্রান্তের এলাকা বা চুড়াইন ইউনিয়নটি সম্পূর্ণ অবরুদ্ধ (লকডাইন) করা হবে কি না, সে বিষয়ে উপজেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে বলে জানান ডা. অনুপ।

তিনি বলেন, পরবর্তীতে আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) নির্দেশনা অনুযায়ী আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর যেসব হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয় সেখানে পাঠানো হবে।

গত বৃহস্পতিবার এই একই ইউনিয়নে গাজীপুর, রাজধানী ও ঢাকা ফেরত ৩৮ ও ৫৮ বছর বয়সী আরও দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন।

করোনাভাইরাসে রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সেজন্য আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাসম্ভব বাড়িতে থেকে সরকারের সব নির্দেশনা যার যার অবস্থান থেকে মানতে সবার প্রতি অনুরোধ জানান ডা. অনুপ।

আসাদুজ্জামান সুমন/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।