ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২১ এপ্রিল ২০২০

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাই। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর এরশাদ নগরের ৫ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ওমর ফারুক (৩৫)। তিনি একই এলাকার সোনা মিয়ার ছেলে। এ ঘটনায় ছোট ভাই রবিউল ইসলাম রবিকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই আজাবর হোসেন নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই আজাবর বলেন, ওমর ফারুক নিয়মিত মাদক সেবন ও জুয়া খেলতেন। জুয়া খেলায় হেরে টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন তিনি। এ নিয়ে দুই ছোট ভাইয়ের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো তার।

মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো ছুরি দিয়ে ওমর ফারুককে আঘাত করেন। স্থানীয়রা ফারুককে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক সেবন ও জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে এক ভাই নিহত হয়েছেন। ছোট ভাই রবিউলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।