করোনা সংকটের মধ্যে ১০ বিঘা জমির পাকা ধান নষ্ট করল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৪ এপ্রিল ২০২০
১০ বিঘা জমির পাকা ধান নষ্ট

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটাবিশ্ব। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। করোনা সংক্রমণ ঠেকাতে সব কিছু বন্ধ করে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। আর এই দুঃসময়ে বগুড়ার নন্দীগ্রামের কিছু মানুষ পাকা ধানে বিষ দেয়া নিয়ে ব্যস্ত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের মুরাদপুর গ্রামের কৃষক ওসমান গণির সাড়ে ৭ বিঘা ও কৃষক আব্দুল মালেকের ৩ বিঘা জমিতে মিনিকেট জাতের পাকা ধান ক্ষতিকর কীটনাশক ছিটিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। আর কদিন পর পাকা ধান কেটে যখন ঘরে তোলার স্বপ্ন দেখছিল কৃষকরা। সেই মুহূর্তে একদল দুর্বৃত্ত ধানে কীটনাশক স্প্রে করেছে। এতে কলাপাকা এসব ধান চিটা হয়ে নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওসমান গণি বলেন, পূর্ব শত্রতার জের ধরে দুর্বৃত্তরা আমাদের দুইজনের জমিতে ক্ষতিকর বিষ দিয়ে ধান নষ্ট করেছে। এতে করে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু বলেন, করোনাভাইরাসের মধ্যেও এ ধরনের ঘটনা দু:খজনক। ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।