বগুড়ায় চিকিৎসক-সিআইডিসহ আরও পাঁচজন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:২০ পিএম, ০৮ মে ২০২০

বগুড়ায় নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নারী এমবিবিএস চিকিৎসক ও পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে স্থানীয় একটি সমিলের শ্রমিক ছাড়া সবাই ঢাকা থেকে বগুড়ায় এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ডিপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন বলেন, শুক্রবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে মোট ১৮৯ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্য নতুন ৫ জনের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। শহরে নারুলী এলাকার আক্রান্ত চিকিৎসক দুইদিন ঢাকা থেকে আগে বগুড়ায় এসেছিলেন। শহরের কৈগাড়ী এলাকার একজন নারী (ঢাকা থেকে আগত) কয়েকদিন আগে বগুড়ায় এসেছিলেন। শহরের মন্ডলপাড়ার ইজিবাইকচালক কয়েকদিন আগে ঢাকা থেকে বগুড়ায় এসেছিলেন। শহরের কলোনি এলাকার বাসিন্দা যিনি ঢাকায় সিআইডিতে চাকরিরহ; তিনি ঢাকা থেকে বগুড়ায় নিজ বাড়িতে তিনদিন আগে এসেছিলেন। এছাড়া অন্যজন শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি সমিলে শ্রমিক হিসেবে কর্মরত। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলেও জানান ডা. তুহীন।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।