বহিষ্কৃত শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন ধান কাটা শ্রমিকরা
বগুড়ায় ধান কাটা শ্রমিক বহনকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
ঝটিকা শাহীন বগুড়া মোটরমালিক গ্রুপের সদস্য। এর আগে তিনি মোটরমালিক গ্রুপের সড়ক সম্পাদক ও যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ৪৬ জন ধান কাটা শ্রমিক বাসে কুমিল্লায় যাচ্ছিলেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে বাসটি বগুড়ার চারমাথা পৌঁছালে ঝটিকা শাহীনসহ অন্তত ১৫ জন বাসটির গতিরোধ করেন। তারা বাসচালক মনির হোসেনের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাসচালক চাঁদা দিতে অস্বীকার করলে শাহীন ও তার সহযোগীরা বাসচালক মনির ও সুপারভাইজার রতনকে বেদম মারপিট করেন। তখন বাসে থাকা ধান কাটা শ্রমিকরা শাহীনকে আটক করেন।
সেসময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহীনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি দেখে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় বাসচালক মনির হোসেন বাদী হয়ে ঝটিকা শাহীনসহ তার সহযোগীদের নামে বগুড়া সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, গ্রেফতার ঝটিকা শাহীনকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে বগুড়ার এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হয়। ওই ঘটনায় ২০১৮ সালের ৩ অক্টোবর ঝটিকা শাহীনের নামে মামলা হলে তিনি গ্রেফতার হন। পরে তাকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়।
এফএ/এমএস