পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর, মা-ভাই-বোন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১১ মে ২০২০

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর চৌমুহনি সড়কে পিকআপের ধাক্কায় বাশির (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুর মা-ভাই ও বোনসহ চারজন আহত হয়েছেন। নিহত বাশির উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলার কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী পারুল বেগম তার মেয়ে, বড় ছেলে ও শিশুপুত্র বাশিরসহ অটোরিকশাযোগে বাড়ি থেকে চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন। চাঁপাপুর-চৌমুহনি সড়কের ফুলবাগিচা ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে সবাই আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আদমদীঘি থানা পুলিশের ওসি জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। শিশুটি হাসপাতালে মারা গেছে। তার মা-ভাই-বোন হাসপাতালে চিকিৎসাধীন।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।