ঈদের আগের দিন নিখোঁজ শিশুর মরদেহ মিলল ভাসমান অবস্থায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৬ মে ২০২০

গাজীপুরে নিখোঁজের তিনদিন পর এক শিশুর লাশ মহানগরীর পূবাইল ৪১নং ওয়ার্ডে ডোবা থেকে ভাসমান অবস্থায় থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে পূবাইল বেপারীপাড়া ও সাপমাড়ার মাঝামাঝি স্থানে ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া যায় শিশু হোজাইফা (৪) এর লাশ। হুজাইফা পূবাইল বেপারীপাড়ার হাবিবুর রহমানের একমাত্র ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানায় ঈদের একদিন আগে ইফতারের আগ মূহূর্ত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ ঘটনায় একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে আল-আমিনকে (২২) আটক করে র‌্যাব। হোজাইফার বাবা হাবিবুর রহমান জানান, হারিয়ে যাওয়ার পর থেকে আল আমিনের চাল-চলন আচরণ আমাদের প্রশ্নবিদ্ধ করেছে।আটকের ২ দিন পর সকাল ৭টার দিকে ওই ডোবায় শিশুটির লাশ এলাকাবাসী দেখতে পেয়ে র‌্যাব ও পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠায়।

র‌্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে র‌্যাব-১ কার্যালয়ে আনা হয়েছে।পূবাইল মেট্রো থানা পুলিশের ওসি জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি আশা করি ঘটনার মূল তথ্য উদঘাটন করতে পারবো।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।