যশোরে আইসোলেশনে নারীর মৃত্যু
যশোর ২৫ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা বেগম (৩০) নামে এক নারী মারা গেছেন। শনিবার গভীর রাতে তিনি মারা যান।
মৃত সেলিনা যশোর শহরের নীলগঞ্জ এলাকার মিল্টন শিকদারের স্ত্রী। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, ২৯ মে সেলিনা বেগম হাসপাতালে ভর্তি হন। তিনি স্ট্রোক করেছিলেন। শারীরিক দুর্বলতা ছাড়াও করোনা উপসর্গ ছিল তার। এজন্য তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। একই সঙ্গে তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়। শনিবার রাতে ইন্টার্ন চিকিৎসক আরাফাত ও চিকিৎসক রুবেল ওই নারী রোগীকে মৃত ঘোষণা করেন। কিন্তু করোনা পরীক্ষার ফল এখনও আসেনি। সতর্কতার সঙ্গে মরদেহ দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেয়া হয়েছে।
স্বামী মিল্টন শিকদার বলেন, সেলিনা প্রায় এক বছর ধরে থাইরয়েড সমস্যায় ভুগছিল। ২৯ মে অবস্থার অবনতি হয়। স্ট্রোক করায় তার হাত-পা অবশ হয়ে যায়। করোনা উপসর্গও দেখা দেয়। শনিবার রাতে তার মৃত্যু হয়।
মিলন রহমান/এএম/পিআর