করোনায় হেরে গেলেন পর্যটন উদ্যোক্তা ডালিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৫ জুন ২০২০

দীর্ঘ দেড় সপ্তাহ করোনার সঙ্গে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন কক্সবাজারের পর্যটন উদ্যোক্তা আবু সায়েম মো. ডালিম (৪৩)। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ায় ইউএনএইচসিআর-এর পরিচালিত কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবু সায়েম ডালিম বাহারছড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। পর্যটন খাতের পরিচিত মুখ আবু সায়েম ডালিম ঈদের দিন (২৫ মে) থেকে জ্বর, কাশি ও সর্দিতে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চারদিন পর্যন্ত ওষুধ সেবন করেন। ওষুধ সেবনকালেও ১০৩/১০৪/১০৫ জ্বর উঠানামা করে। জ্বর না কমায় ৩০ মে করোনার নমুনা পরীক্ষা করতে দেন তিনি। ২ জুন আসা রিপোর্টে ডালিমের করোনা ‘পজিটিভ’ আসে।

রিপোর্ট আসার পর ডালিমের স্বাস্থ্যের আরও অবনতি হয়। শুরু হয় শ্বাসকষ্ট ও গলা ব্যথা। চিকিৎসকের পরামর্শে তাকে রামুর ডেডিকেটেড আইসোলেশনে নেয়া হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হয়ে বরং অবনতি হতে তাকে। তাকে অক্সিজেন দেয়ার প্রয়োজন পড়লেও সেখানে পর্যাপ্ত অক্সিজেনের মজুদ ছিল না।

তাকে বুধবার সন্ধ্যায় উখিয়ায় ইউএনএইচসিআর-এর পরিচালিত ১৫০ শয্যার কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার উন্নতির চেয়ে আরও অবনতি হয়। তাই শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। চট্টগ্রাম রওয়ানা দিতে তার জন্য গাড়ি আসার আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

আবু সায়েম ডালিম মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর ও হিমছড়ি পর্যটন স্পটে বিনিয়োগ করে নতুন রূপে সাজিয়ে পর্যটক বিনোদনে উদ্যোগ নেন।

সায়ীদ আলমগীর/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।