রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
রাজবাড়ীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোবাহান খাঁ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (০৭ জুন) এ নিয়ে দুইজনের মৃত্যু হলো। তাদের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোবাহান খাঁ রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া রায়নগর এলাকার মৃত আলিমউদ্দিন খাঁর ছেলে। সোবাহান খাঁ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার দুপুরে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।
একই দিন ভোরে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে হানিফ গাজী (২৮) নামে একজন মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
হানিফ গাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুরের গ্রামের বিল্লাল গাজীর ছেলে। শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
এদিকে, রাজবাড়ীতে ওসিসহ নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে।
রুবেলুর রহমান/এএম/এমকেএইচ