গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৭শ ছাড়াল, মৃত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:০৪ এএম, ০৮ জুন ২০২০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৭ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭০৪ জনে। আর ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (৭ জুন) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৬১০ জনের নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশন ও সদরে সর্বাধিক ১৩২ জন ও কালিয়াকৈরে ৫ জন।

গাজীপুরে মোট করোনা আক্রান্তের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১৮৭ জন, কালীগঞ্জে ১৫৫, কাপাসিয়ায় ১১৪, শ্রীপুর উপজেলায় ১১৮ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ১ হাজার ১৩০ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২০ জন।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় শনিবার পর্যন্ত ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে পজিটিভ এসেছে এক হাজার ৭০৪ জনের রিপোর্ট।

মো.আমিনুল ইসলাম/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।