গাজীপুরে করোনাভাইরাসে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু
গাজীপুরে নতুন করে ৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ ১৭৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০৮ জুন) সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, গাজীপুর সদর উপজেলায় নতুন করে ৮৩ জন, কালীগঞ্জ উপজেলায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১২১৩ জন, কালিয়াকৈর উপজেলায় ১৮৭ জন, কালীগঞ্জ উপজেলায় ১৬১ জন, কাপাসিয়া উপজেলায় ১১৪ জন এবং শ্রীপুর উপজেলায় ১১৮ জন।
এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২২ জন। এ পর্যন্ত নমুনা পাঠানো হয় ১৩ হাজার ৯৬১ জনের। গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের করোনাভাইরাসের নমুনা পাঠানো হয়। গাজীপুরে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৭ জন।
আমিনুল ইসলাম/এএম/এমএস