গাজীপুরে করোনা আক্রান্ত দুই হাজার ছুঁই ছুঁই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৯ জুন ২০২০

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর সংখ্যা দুই হাজার ছুঁই ছুঁই। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৯১১ জনে। মঙ্গলবার (০৯ জুন) বিকেলে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৮ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে ৩০ জন, কালিয়াকৈরে ১১ জন, কালীগঞ্জে একজন, কাপাসিয়ায় ১৫ জন ও শ্রীপুর উপজেলায় ৬১ জন।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত এক হাজার ৯১১ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১৯৮ জন, কালীগঞ্জে ১৬২, কাপাসিয়ায় ১২৯, শ্রীপুর উপজেলায় ১৭৯ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ১২৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৭ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুরে সোমবার পর্যন্ত ১৪ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ হয়েছেন এক হাজার ৯১১ জনের। করোনায় মারা গেছেন ১৮ জন।

আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।