চাষির সর্বনাশ, দেড় বিঘা জমির কুলগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২০ জুন ২০২০

যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের চাষি রেজাউল ইসলামের দেড় বিঘা জমির কুলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ জুন) ভোরে এসব কুলগাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কুলচাষি রেজাউল ইসলাম।

কুলচাষি রেজাউল ইসলাম বলেন, শনিবার দুপুরে গয়ড়া স্কুল পাড়ায় কুলবাগানে ওষুধ স্প্রে করতে গিয়ে দেখতে পাই দেড় বিঘা জমিতে লাগানো ৪২টি কুলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, কারও সঙ্গে আমার শক্রতা নেই। তারপরও আমার এভাবে ক্ষতি করল কারা? এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে যারা এ ঘটনায় জড়িত তাদের বিচার দাবি করছি।

tree

বেনাপোলের গয়ড়া ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন মিন্টু বলেন, কে-বা কারা রেজাউলের বাগানের কুলগাছ কেটে ফেলেছে। এমন কাজ যারা করেছে তাদের খুঁজে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই জাকির হোসেন বলেন, কুলগাছ কেটে ফেলার ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষি থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।