এক পাঙাশের দাম প্রায় ৩৮ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৬ জুলাই ২০২০

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে গুরু হলদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ।

সোমবার (৬ জুলাই) সকালে বিশাল এই পাঙাশটি জেলে গুরু হলদারের কাছ থেকে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে সাড়ে ৩৭ হাজার ৮শ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এ সময় নদীর পাড়ে মাছটি দেখতে অনেকেই ভিড় করেন।

জানা গেছে, আজ ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর অংশে মাছ ধরার সময় গুরু হলদারের জালে এই বিশাল আকৃতির পাঙাশটি ধরা পড়ে। সকালে নদীর পাড়ে এনে ওজন করে দেখেন মাছটির ওজন ২৮ কেজি। পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ৩৭ হাজার ৮শ টাকায় মাছটি কিনেছেন তিনি। একটু লাভে ১ হাজার ৪৫০ অথবা ১৫শ টাকা কেজিতে মাছটি বিক্রি করবেন। এখন নদীতে পানি বেশি থাকায় প্রায় প্রতিদিনই বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।